ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ৫২৯

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার

টাঙ্গাইলে এখন পর্যন্ত ৫২৯ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।

এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৬৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ফলে আজ রোববার পর্যন্ত শেখ হাসিনা মেডিকেল কলেজে পর্যবেক্ষণে রয়েছেন ৪৬৫ জন। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, ‘রোববার পর্যন্ত জেলায় মোট ৫২৯ জন বিদেশফেরতকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ৬৫ জনকে বাড়িতে পাঠানো হয়েছে।’ 

এআই/এসি