ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা মোয়াজ্জেম নিহত

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়নের তিন রাস্তার মোড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা মোয়াজ্জেম হোসেন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। পাংশা পুলিশ জানায় বৃহস্পতিবার সাভারের আশুলিয়া থেকে মোয়াজ্জেমকে আটক করা হয়। পরে অস্ত্র উদ্ধারে জন্য সরিষা ইউনিয়নের তিন রাস্তার মোড়ে গেলে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে আহত হয় মোয়াজ্জেম। পরে তাকে পাংশা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত মোয়াজ্জেমের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে।