ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

কোয়ারেন্টাইনে পেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩ এএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

ব্রাজিলে নিজ শহর গুয়ারুজায় কোয়ারেন্টাইনে আছেন কিংবদন্তি পেলে। ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জয়ী পেলের বয়স এখন ৮০ বছর। 

ছেলে এডিনহো বলেছেন, ‘আসলে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। সম্প্রতি তার উরুর ট্রান্সপ্লান্ট করা হয়েছে। কিন্তু যথাযথ পুনর্বাসন হয়নি। সে কারণে নড়াচড়ায়ও সমস্যা হচ্ছে তার। এসব কারণে তিনি বেশ মনমরা থাকছেন। তিনি ফুটবলের রাজা, কিংবদন্তি। পুরো ক্যারিয়ার জুড়ে দাপটের সঙ্গে খেলেছেন। আজ তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না। আমাদের জন্য বিষয়টি খুবই পীড়াদায়ক।’ 

তবে মনোবল হারাননি পেলে। তিনি তার ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘আমি ভালো আছি। যদিও ভালো-খারাপ মিলিয়েই দিন যাচ্ছে। অবশ্য আমার যে বয়স, সেই বয়সের মানুষদের দিন এমনটা যাওয়াই স্বাভাবিক।’