ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

নড়াইলের ভিক্টোরিয়া লেখাপড়ার খরচসহ চালান সংসার

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

বাবা-মা ও তিনবোনের সংসার ভিক্টোরিয়া আক্তারের। ভূমিহীন বাবার সংসারে মিষ্টির প্যাকেট তৈরি করে লেখাপড়ার খরচসহ সংসার চালান সংগ্রামী এই নারী। পাশাপাশি টিউশনী করানোসহ শিশু-কিশোরদের জন্য গড়ে তুলেছেন গানের স্কুল। রানী ভিক্টোরিয়ার নামানুসারে তার নাম রাখা হয় ভিক্টোরিয়া। যদিও জীবনটা তার রানীর মত হয়নি। বাবার অসুস্থতার কারনে লেখাপড়ার পাশাপাশি তাকে সংসারের হালও ধরতে হয়। চেয়েছিলেন ঢাকায় কোন প্রতিষ্ঠানে চাকরি করতে। কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে তা আর সম্ভব হয়নি। বাড়ি ফিরে নিজ ভিটাতেই গড়ে তোলেন মিষ্টির প্যাকেট তৈরির কারখানা। নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া এলাকায় ৫ শতাংশ বসতভিটা ছাড়া আর কোন জমি নেই ভিক্টোরিয়াদের। তাই বাড়িতেই গড়ে তোলেন কারখানাটি। বাড়িতেই গড়ে তুলেছেন গানের স্কুল। একই সাথে লেখাপড়া শেখান ছোট বাচ্চাদের। জীবন সংগ্রামে হার না মানা এই উদ্যেমী জানান, সংগ্রাম করেই নিজ পায়ে দাঁড়াতে চান তিনি। স্বপ্ন ছোট দুই বোনকে মানুষ করে গড়ে তোলা। মেয়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা মা। জীবন সংগ্রামে হার না মানা এই যোদ্ধা সংগ্রাম করেই পুরণ করতে চান স্বপ্নগুলোকে।