সংবাদমাধ্যম ভুয়া খবর প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প
প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
মার্কিন প্রশাসন নিয়ে ফাঁস হওয়া তথ্যগুলো সত্য, তবে এ নিয়ে সংবাদমাধ্যম ভুয়া খবর প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোয়া এক ঘণ্টার এক সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমগুলোর কড়া সমালোচনা করে তিনি বলেন, মিডিয়ার মানুষজন মনগড়া তথ্য প্রচার করছে। এসময় তিনি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে আলোচনা করেন। সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করায় আদালতেরও সমালোচনা করেন ট্রাম্প। এদিকে রাশিয়ার সাথে যোগাযোগের অভিযোগে পদত্যাগ করা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের স্থলে অবসরপ্রাপ্ত সেনা রবার্ট হাওয়ার্ডকে প্রস্তাব করেন ট্রাম্প। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রবার্ট হাওয়াড।