এতিয়েনকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
উয়েফা ইউরোপা লিগ ফুটবলে ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে এতিয়েনকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটে ইব্রাহিমোভিচের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ম্যানইউ। প্রথমার্ধে আর গোল না হলে ১-০তে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আবারো লিড নেয় রেড ডেভিলসরা। ৭৫ মিনিটে ইব্রাহিমোভিচ আরো একটি গোল করে ব্যবধান বাড়ান ২-০তে। ৮৮ মিনিটে ম্যাচের শেষ গোলটিও আসে সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের কাছ থেকেই। শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।