নিউজিল্যান্ড নারী দলকে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড নারী দলকে ৪০ রানে হারিয়ে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫১ রানের বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন এলিস ভিলিয়ানি। আর ৬০ রান করেন ডানহাতি ওপেনার মেগ লানিং। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানেই ইনিংস শেষ হয় নিউজিল্যান্ডের। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন এমি এলা। অজিদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন জেড ওয়েলিংটন। এই জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।