ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

মুজিববর্ষ: বিশ্বনাথে গৃহহীন থাকবে না কেউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪ এএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৯:২৫ এএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষে সিলেটের বিশ্বনাথে কেউ গৃহহীন থাকবে না। ‘জমি আছে ঘর নাই’, ‘গুচ্ছগ্রাম’ ও ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ প্রকল্পের অধীনে মাথা গোঁজার ঠাঁই পাবে উপজেলার গৃহহীন মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবার।

ইতোমধ্যে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের অধীনে ৯৬টি পরিবারকে এবং ‘গুচ্ছগ্রাম’ প্রকল্পের অধীনে ২৫টি পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে। চলতি মার্চ মাসের মধ্যেই ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ‘ প্রকল্পের মাধ্যমে আরও ১২টি পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হবে।

‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর উপজেলার ৮টি ইউনিয়নের দুই হাজার জনের একটি তালিকা তৈরি করে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. কামরুজ্জামান। এছাড়া আরও কেউ ভূমিহীন থাকলে তাদের নামও সংশ্লিষ্ট ভূমি অফিসে জমা দেয়ার আহ্বান জানান তিনি।