সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান
প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ জাফর ইকবাল। একইসঙ্গে শুদ্ধভাবে বাংলা ভাষা শেখার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার সকালে চট্টগ্রামে বাংলা উৎসবে তিনি এ’সব বলেন।
বাংলা বানানের বিশৃঙ্খলা দূর করতে ২০১৩ সালে অধ্যাপক জাফর ইকবালের তত্ত্বাবধানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তৈরি করে বাংলা অনুসন্ধান ইঞ্জিন ‘পিপীলিকা’। পিপীলিকার উদ্যোগে ‘শব্দকল্পদ্রুম’ নামে দেশব্যাপী শুরু হয়েছে বাংলা উৎসব। এর অংশ হিসেবে চট্টগ্রামে এই আয়োজন।
উৎসবে নগরীর ৭২টি স্কুল ও কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।
তথ্য প্রযুক্তির এই যুগে বাংলা ভাষার শক্তিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এ’ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে ডক্টর মুহম্মদ জাফর ইকবাল বলেন, নিজের ভাষাকে সঠিকভাবে লালন এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা সম্পর্কে ভালোবাসা জাগানোই এই আয়োজনের লক্ষ্য।
দিনব্যাপী উৎসবে ৪টি ক্যাটাগরিতে অর্ধশত শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।