ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় নির্বাচন আগামীকাল

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় নির্বাচন আগামীকাল শনিবার। এরজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নির্বাচন ঘিরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী। তিনি জানান, বাঘাইছড়ি পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।