ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

মৃত্যুপুরী ইতালিতে আরও ৭৪৩ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ এএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

ইউরোপে হু হু বাড়ছে করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী ইতালি। যেখানে দীর্ঘ হচ্ছে স্বজনহারাদের সংখ্যা। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৭৪৩ জন। যা একদিনে মৃতের ঘটনায় তৃতীয় সর্বোচ্চ। এ নিয়ে রাজধানী রোমসহ প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ হাজার ৮২০ জনে পৌঁছেছে।  

অপরদিকে, স্থবির হয়ে যাওয়া দেশটিতে থেমে নেই আক্রান্তের মিছিলও। প্রতিনিয়ত প্রাণহানির তুলনায় আক্রান্ত হওয়ার হার কয়েকগুণ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারও বেড়েছে সংক্রমিতের সংখ্যা। 

চীনের বাহিরে সর্বোচ্চ মৃত্যুর দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। আর এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। যেখানে একেবারে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার মানুষ।  

আক্রান্ত ও প্রাণহানির এসব ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে দেশটির লম্বার্ডিয়া অঞ্চলে। এ পর্যন্ত ইতালিতে ২০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে।

কোনও প্রতিষেধক কাজ না করায় আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা নিতান্তই কম। এখন পর্যন্ত সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩২৬ জন।  

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের কণ্ঠে তাই হতাশা ও ভেঙে পড়ার সুর। টুইটারে তিনি বলেছেন, আমরা সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি। আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। এখন একমাত্র সমাধান আকাশের কাছে। তার এ বক্তব্য বিশ্ববাসীকে নাড়া দিয়েছে।

প্রসঙ্গত, চীন থেকে শুরু হওয়া ভাইরাসটিতে বিশ্বজুড়ে নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৩৭৮ জন। যেখানে ইতালির পরে সর্বোচ্চ প্রাণহানি ইউরোপের আরেক দেশ স্পেনে (৬৮০)।  ফলে এই নিয়ে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৯২ জনে পৌঁছেছে। আক্রান্ত ৪ লাখ ২২ হাজার ৬১৪ জন। 

এআই/