ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

৬৮ নার্সকে পদোন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২ এএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

৬৮ জন নার্সকে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে পদোন্নতি প্রদান করেছে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। একই সঙ্গে এসব নার্সদের বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হয়েছে। 

সরকার নার্সদের পদোন্নতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আসাদুল হক, অতিরিক্ত সচিব (নার্সিং) মো. শাহাদাত হোসেন, নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন, স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢাকা মেডিক্যাল কলেজহ হাসপাতালের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল পৃথক বিবৃতিতে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। —প্রেস-বিজ্ঞপ্তি