ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে থেমে থেমে 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক সংস্কারের কারণে মির্জাপুরের গোড়াই হতে পাকুল্লা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় যানবাহন চলছে থেমে থেমে। 

ফলে আজ বুধবার সকাল থেকে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ‘করোনার ছুটি পেয়ে মানুষ বাড়ি ফেরায় সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অপরদিকে, ধল্লা ব্রিজে এক লেন বন্ধ করে দিয়ে সড়কের নির্মাণ কাজ করায় যানজটের সৃষ্টি হয়।’ 

ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। তারা ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছে। আশা করি শিগগিরই যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 

এআই/