মাস্টারদা সূর্য সেনের নামে সড়কটি উন্নয়নে স্ব- উদ্যোগে কাজ শুরু করেছেন সাধারণ মানুষ
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্য সেনের নামে তার স্মৃতিবিজড়িত সড়ক উন্নয়নে স্ব- উদ্যোগে কাজ শুরু করেছেন চট্টগ্রামের পটিয়া ধলঘাট ইউনিয়নের সাধারণ মানুষ।
এর আগে, মানববন্ধন ও সমাবেশে তারা অভিযোগ করেন, সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার দাবি জানানো হলেও প্রশাসনের সাড়া পাওয়া যায়নি। অবিলম্বে সড়কটির উন্নয়নের দাবি জানান তারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের আহ্বায়ক পুলক কান্তি বড়–য়া ও ইউনিয়ন চেয়ারম্যান রণবীর ঘোষ।