ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
ঘনিষ্ট প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
শুক্রবার সুনামগঞ্জের ডলুরা শুল্ক স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের এ’কথা বলেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার, বাংলাদেশের সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানো এবং সীমান্ত বাণিজ্য কিভাবে আরও বাড়ানো যায়, সেসব বিষয় নিয়ে কাজ চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।