ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের কেউ অনিয়মের সাথে জড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের কেউ অনিয়মের সাথে জড়ালে, কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী। রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌর নির্বাচন উপলক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ’কথা বলেন। সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোন নির্বাচন হচ্ছে। তাই বাঘাইছড়ির পৌর নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে বলেও জানান কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী। এছাড়া, ভবিষ্যতে যেকোন নির্বাচনের ক্ষেত্রে কমিশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বলেও জানান তিনি।