ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

দাম বেশি রাখায় লাজ ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাসের প্রকোপে ৪ টাকার হ্যান্ডগ্লাভস ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। মাস্ক বিক্রয়ে এমন প্রতারণা করায় রাজধানীর ফকিরাপুলে লার্জ ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিদপ্তরের ৫ টি দল ও বাণিজ্য মন্ত্রলায়ের ৩টি পর্যবেক্ষণ দল ঢাকা মহানগরীর ১১ টি বাজারসহ বিভিন্ন সুপার শপ, শিশুখাদ্য, সার্জিকেল মাস্ক, হ্যান্ড সেনিটাইজার এর পাইকারী প্রতিষ্ঠানে দিনব্যাপি অভিযান পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানকে ১,৪৮,০০০/ (এক লক্ষ আটচল্লিশ) টাকা জরিমানা করা হয়। হাতিরপুল বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর হাউজিং কাঁচাবাজার, ঝিগাতলা কাঁচাবাজার, রায়েরবাজার, জাফরাবাজার, খিলগাঁ রেলগেইট কাঁচাবাজার, এজিবি কলোনী কাঁচাবাজার ও ফকিরাপুল কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময়ে বিক্রয় মূল্যে কারসাজি ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, পণ্যের মোড়কে মূল্য না উল্লেখ করা, মূল্য তালিকা প্রদর্শণ না করা, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করায় প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করা হয়। এ অভিযানসমূহে নেতৃত্ব দেন উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারি পরিচালক মো. মাগফুর রহমান।

বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ দলের তদারকি করেন সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল ও প্রণব কুমার প্রামাণিক।

এমএস/এসি