ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

পরিবেশ রক্ষা সংস্থার প্রধান হিসেবে স্কট প্রুইটকে নিয়োগ

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:২৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

পরিবেশ রক্ষা সংস্থার প্রধান হিসেবে ওকলাহামা অঙ্গরাজ্যের এটর্নি জেনারেল স্কট প্রুইটকে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটে আলোচনার পর ছয় বছর মেয়াদী এ’ পদের জন্য তার নিয়োগ অনুমোদন দেয়া হয়। স্কট প্র“ইট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণায় ব্যাপক ভূমিকা রেখেছিলেন। প্র“ইট ওবামা প্রশাসনের সময় একাধিকবার ইপিএ’র বিরুদ্ধে মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল বায়ু দূষণ, ধোঁয়াশা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কার্বন নির্গমন কিংবা পানি দূষণ রোধে ইপিএ ব্যর্থ। এদিকে, প্র“ইটের নিয়োগকে বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা।