ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত ৪৬৩ জন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

টাঙ্গাইলে বিদেশফেরত ১ হাজার ২৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট ১৪ দিন মেয়াদ শেষ হওয়ায় ৪৬৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। 

এতে করে ঢাকা বিভাগের এ জেলায় বর্তমানে ৮৩১ জন বিশেষ ব্যবস্থায় রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আইন অমান্য করলে শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন,‘টাঙ্গাইলে যারা বিভিন্ন দেশ থেকে বাড়িতে ফিরেছেন তাদেরকে নিজ ঘরেই পৃথক রাখা হয়েছে। মোট ১ হাজার ২৯৪ জনের মধ্যে ৪৬৩ জন নির্দিষ্ট মেয়াদ পার করায় তাদের অবমুক্তি দেয়া হয়েছে। বাকিরা এখনো হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে এখন পর্যন্ত এ জেলায় করোনা রোগী শনাক্ত হয়নি।’

এআই/