ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

জয়পুরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

জয়পুরহাটে জাতীয় পতাক উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বেলুন উড়িয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ।

এআই/