ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ৪৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া ক্যানভাসে চিত্রকর্ম তৈরির কাজ

প্রকাশিত : ১১:১০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ৪৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া ক্যানভাসে শিশু-কিশোরদের ঐতিহ্য ভাবনা নিয়ে তিনদিনের ব্যতিক্রমী চিত্রকর্ম তৈরির কাজ। বুনন শিল্প পরিসরের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের আজাদী ময়দানের ব্যাডমিন্টন কোর্টে শুরু হয় এই চিত্রকর্ম তৈরির কাজ। ক্যানভাসে পদ্মা নদী, ধান উড়ানো, মাছধরা, জমিদার বাড়ী, শহরের বধ্যভূমি, পালতোলা নৌকা, চমচম, সাহিত্যিক মীর মশাররফ হোসেন, কাজী আব্দুল ওয়াদুদসহ জেলার খ্যাতিমান ব্যক্তি ও ঐতিহ্যবাহী স্থানের ছবি আঁকা হয়। জেলায় প্রথমবারের মত এত বড় ক্যানভাসে চিত্রকর্মের আয়োজনে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ঐতিহাসিক স্থান ও ব্যক্তিত্বদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।