দিনাজপুরে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
দিনাজপুরে তিন সন্তানের জননীকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার দুপুরের দিকে বুলবুলি বেগম নামে ওই গৃহবধূ হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামে একটি আম বাগানে পাতা কুড়াচ্ছিলেন। সেসময় কয়েকজন বখাটে তাকে ধর্ষণ করে গলায় ফাঁস দেয়ার সময় লোকজন টের পেলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ’ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।