ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সিরাজগঞ্জে কোয়ারেন্টাইন থেকে মুক্ত ২৪৩ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০ এএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়নি। নির্দিষ্ট সময় এ ব্যবস্থা থাকায় বরং ২৪৩ জনকে প্রথমবারের মতো ছাড়পত্র দেয়া হয়েছে। 

আজ শুক্রবার সকালে এ তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির। 

তিনি জানান, ‘বিদেশফেরত ৫২৬ জনকে কোয়ারেন্টাইনের রাখা হয়েছিল। প্রথমাবারের ২৪৩ জনকে ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। যারা এখনো রয়েছেন তারা স্বাস্থ মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ 

এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে করোনা মনিটরিং সেল। সেখান থেকে ২৪ ঘণ্টা সবধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে জেলার নাগরিকদের। এছাড়া জেলার সবগুলো সরকারি হাসপাতাল ও ২টি মেডিকেল কলেজ হাসপাতালে ২শ আইসোলেশন বেড রাখা হয়েছে।

এআই/