বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া, সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ’সব কথা বলেন।
রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ’সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার আদালত পদ্মাসেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পায়নি। পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে অভিযোগ করে মন্ত্রী বলেন, এই ষড়যন্ত্রে যারা জড়িত, তাদের খুঁজে বের করা হবে।
একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ, যে কেউ অপরাধ করলে ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজে ৮ তলা ভবন নির্মাণের প্রতিশ্র“তি দেন মন্ত্রী।