ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বিচার বিভাগকে প্রভাবিত করলে, খালেদা জিয়া শাস্তির আওতায় আসবেঃ ফারুক

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৪:০০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

প্রধানমন্ত্রী বিচার বিভাগকে প্রভাবিত করলে, খালেদা জিয়া শাস্তির আওতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপির পক্ষে আন্দোলন সম্ভব নয়, ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে জয়নুল আবদিন বলেন, বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হলেই তার প্রমাণ মিলবে। এছাড়া, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।