শিক্ষকরা দেশের কথা শুনতে আগ্রহী নয়: শিক্ষা মন্ত্রী
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
শিক্ষকরা দেশের কথা শুনতে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউটে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষকরা যদি দেশের কথা শুনতেই না চায়, তবে দেশের কি হবে তা নিয়ে শংকা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এবং সভাপতি অধ্যক্ষ আসাদুল হক কলেজ শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।