কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে ৫ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও বিজিবি। এসময় দুইটি নৌকা জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, ভোর ৫টার দিকে কোস্টগার্ডের টহল দল নাইক্ষ্যংদিয়া চ্যানেলের কাছাকাছি মিয়ানমার থেকে আসা একটি নৌকাকে দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে নৌকাটি রেখে পালিয়ে যায় লোকজন। পরে সেখানে তল্লাশী চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেন তারা। এদিকে ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার নাফনদীর সংযোগ হেচ্ছাখাল থেকে ৪৪ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি।