চট্টগ্রামে শুরু হয়েছে ১১ দিনব্যাপী বইমেলা
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী বইমেলা।
দুপুরে নগরীর মুসলিম হল ইনস্টিটিউট প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো সংকটে বাঙ্গালি জাতি একুশের চেতনার কাছে ফিরে যায়। আর একুশ বাঙালির সকল প্রেরণার উৎস বলে মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন মেয়র। এর আগে মেয়র বই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।