ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

জরিমানা ছাড়াই গাড়ির ফিটনেস নবায়ন ৩০ জুন পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সৃষ্টি পরিস্থিতি বিবেচনায় জরিমানা ছাড়াই যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।

শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেসের সময়সীমা অতিক্রান্ত হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।’

করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

বাংলাদেশে নতুন করে নভেল করোনা ভাইরাসের কোনো রোগী শনাক্ত হয়নি। অপরদিকে সুস্থ হয়েছেন আরও চারজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু বা আক্রান্তের তথ্য না আসায় আক্রান্তের সংখ্যা ৪৮ এবং মৃতের সংখ্যা আগের মতই পাঁচজন আছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসএ/