ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

আবারও করোনা ভাইরাস নিয়ে মশকরা ব্রাজিলের প্রেসিডেন্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এর আগেও করেনা ভাইরাসকে ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করেছিলেন তিনি।

যদিও বলসোনারো নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এখনো সুস্থ রয়েছেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারের ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমি দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে, এটি জীবন। এ জন্য আপনি গাড়ি কারখানা বন্ধ করে দেবেন এমনটি হতে পারে না। যা ঘটছে সেদিকে আমাদের দেখতে হবে, এটি নিয়ে রাজনীতি করার কিছু নেই।’

ব্রাজিলে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৩ জন। মারা গেছেন ৬৮ জন।

উল্লেখ্য, করোনার ভয়াবহতা রুখতে হিমশিম খাচ্ছে উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহ। বিশ্বখ্যাত পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল পর্যন্ত এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৩৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ২৮৬ জন। যার অধিকাংশই ইউরোপীয় ও আমেরিকান নাগরিক। 
এসএ/