উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি
প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৯:৩৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
এফএ কাপ ফুটবলে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো শিরোপা প্রত্যাশি চেলসি।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় চেলসি। ৬৫ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রোর গোলে লিড পায় তারা। ৮৯ মিনিটে গোল করেন দিয়েগো কস্তা। এই জয়ে টুর্নামেন্টের শেষ আটে উঠলো চেলসি।