ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

আবারো গণমাধ্যমের ওপর খেপলেন ট্রাম্প

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৯:৪৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার

আবারো গণমাধ্যমের ওপর খেপলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে মার্কিন জনগণের বড় শত্র“ বলে মন্তব্য করেন তিনি। ফ্লোরিডায় এক সমাবেশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, গণমাধ্যমে যা প্রকাশ হয় তা সত্য নয়। তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। তিনি আবারো গণমাধ্যমকে অসৎ বলে মন্তব্য করেন। এদিকে ফ্লোরিডায় নেমে অবকাশকেন্দ্রে যাওয়ার পথে ট্রাম্পের গাড়িবহরে একটি বস্তু নিক্ষেপ করা হয়েছিল। সমাবেশ থেকে আমেরিকাকে নিরাপদ রাখার অঙ্গীকার করে প্রেসিডেন্ট ট্রম্প বলেন, জঙ্গি গোষ্ঠি আইএসকে পুরোপুরি ধ্বস করার পরিকল্পনা করা হচ্ছে।