ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

করোনা প্রকোপেও সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

প্রাণঘাতি করোনার জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। যার মধ্যে অন্যতম ইসলামী প্রজাতান্ত্রিক দেশ সৌদি আরবও রয়েছে। এর মধ্যেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী জাজান এবং রাজধানী রিয়াদের আকাশে হানা দিয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি রকেট। তবে এগুলোকে ঠেকিয়ে দেয়ার দাবি করেছে দেশটি। খবর পার্সটুডের। 

দেশটির মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন দাবি করেছে, রিয়াদ এবং জাজানের আকাশে দুটি রকেটকে প্রতিহত করা হয়। একইসঙ্গে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়ে। 

আর ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, সৌদি রাজধানীর আকাশে তিনটি বিস্ফোরণ শোনা গেছে। দক্ষিণাঞ্চলীয় জাজানের অধিবাসীরাও একাধিক বিস্ফোরণ এবং সাইরেন বাজানোর শব্দ শোনার কথা জানিয়েছেন।

রিয়াদে এ হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। তবে ইয়েমেনের সেনা ও জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী মাঝেমধ্যেই সৌদি আরবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গত পাঁচ বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসী হামলার প্রতিশোধ নিতে এ সব হামলা চালানো হয়।

এআই/