অযত্ন-অবহেলায় শেরপুরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার
প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৯:৫০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
সারা বছরই অযত্ন-অবহেলায় পড়ে থাকে শেরপুরের শহীদ মিনারগুলো। চরে বেড়ায় গরু, শুকোনো হয় কাপড়-চোপড় আর যেখানে সেখানে ফেলে রাখা হয় নির্মান সামগ্রী। কেবল ভাষার মাস আসলেই পরিষ্কার করা হয় শহীদ মিনারগুলো।
শেরপুরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র। সীমানা প্রাচীর থাকলেও ভেতরে চরে বেড়ায় গরু-ছাগল। স্থানীয়রা শুকাচ্ছে কাপড়চোপড়। গাড়ি পার্কিং ছাড়াও যেখানে সেখানে রাখা হয়েছে নির্মান সামগ্রী।
সারা বছরই এরকম অযত্ন-অবহেলায় থাকে শহীদমিনারগুলো। শুধু ভাষার মাসেই চলে পরিচ্ছন্নতার কাজ। শুধু ২১শে ফেব্র“য়ারি উপলক্ষেই নয় সরা বছরই শহীদ মিনারের যতœ নেয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা।
ভাষা আন্দোলনে অংশ নেয়া অনেকেই এখন আর জীবিত নেই। ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনারের পাশেই নাম ফলক স্থাপনের দাবি তার স্বজনদের।
শেরপুরের সব শহীদ মিনারগুলো সারা বছর পরিস্কার পরিচ্ছন্ন রেখে শহীদদের যথাযথ সম্মান জানানোর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের।