ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

কুমিল্লায় হ্যান্ড স্যানিটাইজার তৈরী ও বিতরণ করছে বিভিন্ন সংগঠন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরীতে কুমিল্লায় সিভিল প্রশাসনের পাশাপাশি সশসস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। 

ইতিমধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেলেও বাজারে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সামগ্রী, বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এ বিষয়টি মাথায় রেখে কুমিল্লার বিভিন্ন এলাকার হ্যান্ড স্যানিটাইজার তৈরী ও বিতরণ করছে বিভিন্ন সামাজিক সংগঠন।

আজ রোববার সকাল থেকে জেলার মুরাদনগরের পীরকাশিমপুরে নিজেদের তৈরী হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে পীরকাশিমপুর আর. এন. উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা। তারা কয়েক দিন ধরে দিন-রাত পরিশ্রম করে কয়েক হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করেন। 

এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পীরজাদা জহুরুল আলম চিস্তি। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআই/