ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

খেটে খাওয়া মানুষদের মাঝে খাবার বিতরণ করলো শিক্ষার্থীরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দিনাজপুরের হিলিতে হোটেল রেস্তোরাসহ সকল ধরণের দোকান পাঠ বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। অসহায় এসব মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও জীবানুনাশক স্প্রে করছে বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

রোববার হাকিমপুর ফাউন্ডেশন এর উদ্যোগে এই কর্মসূচি পরিচালনা করা হয়।

গত ২৬ মার্চ থেকে সরকারী ছুটি ঘোষণার দিন থেকেই হাকিমপুর ফাউন্ডেশনের সকল সদস্যরা হিলির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গরীব অসহায় মানুষদের মাঝে চাল,ডাল ও আলু বিতরণ করা হয়।

হাকিমপুর ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিদিন তারা ৫০টি পরিবারকে এসব সামগ্রী বিতরণ করছেন। একইভাবে বিভিন্ন এলাকা ঘুরে মসজিদ, বাড়ি, দোকানসমুহে ও বিভিন্ন সড়কে দাঁড়িয়ে মোটরসাইকেল, রিক্সা, ভ্যানে জীবানুনাশক স্পে করা হয়। এসময় জনসাধারণের মাঝে শিক্ষার্থীদের হাতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
কেআই/