ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

দিনমজুরদের মাঝে চাল দিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার | আপডেট: ০৭:৪৪ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

করোনাভাইরাসের সংক্রমণের কারণে থমকে গেছে প্রাত্যহিক জনজীবন। এতে বেকার হয়ে পরেছে লাখো-কোটি দিনমজুর।এসব অসহায় মানুষদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তার নিজস্ব অর্থায়নে গত বুধবার দশ হাজার দিনমজুররের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মিরাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আমাদের সকলের সচেতনতা অবলম্বন কাজ করা উচিত। এই মানবিক সংকট মোকাবিলায় আমরা একে অন্যের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। তাই আমি নিজ উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী দিয়েছি। দুর্যোগকালীন মুহূর্তে এসব সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। 

উল্লেখ্য,মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় দ্রুত রোগী পরিবহনের জন্য দুটি নতুন অ্যাম্বুলেন্স হাসপাতালে হস্তান্তর করেছেন। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য ১৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। 
কেআই/