অমর একুশে, ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোন ধরণের নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার
প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০২:০৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
অমর একুশে, ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোন ধরণের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজাজ্জামান মিয়া। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার সময় তিনি একথা জানান। এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা।
মায়ের ভাষার কথা বলার অধিকার আদায়ে যারা প্রান উৎসর্গ করেছিলেন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের অপেক্ষায় দেশবাসী। ধুয়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদী। শহীদদের বুকের তাজা রক্তের প্রতিচ্ছবি হিসেবে রাঙানো হচ্ছে স্মৃতির মিনার।
প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ, শীর্ষ স্থাণীয় রাজনীতিবদরা। এরপর সর্বসাধারণের জন্যে কুলে দেয়া হবে শহীদ মিনার। তাই নিরাপত্তা থাকবে নিশ্চিদ্র।
শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ডিএমপি কমিশনার। পরে তিনি সাংবাদিকদের বলেন, ৪ স্তরের নিরাপত্তার আট হাজার সদস্য দায়িত্ব পালন করবে। শহীদ মিনার থেকে মৎস্যভবন, শাহবাগ, পলাশী মোড়, নীলক্ষেতসহ প্রতিটি স্থানে সিসি ক্যামারার আওতাই থাকবে বলেও জানান তিনি।
একুশের প্রথম প্রহরে ভিভিআইপি ছাড়া সকলেই শহীদ মিনারের যাবে পলাশীর মোড় দিয়ে। কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
শহীদ মিনারের অনুষ্ঠানকে ঘিরে বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান ডিএমপি কমিশনার।