ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আরও ৩০ দিন সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার | আপডেট: ০৯:২৫ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- পলিটিকো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- পলিটিকো

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রে আরও ৩০ দিন সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশটির নাগরিকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নির্দেশনা দেন। 

তিনি বলেন, ‘আরও ৩০ দিন সামজিক দূরত্ব (সোশ্যাল ডিসট্যান্সিং) বজায় রেখে চলতে হবে। আপনি যতটা ভালো পদক্ষেপ নেবেন, এই পুরো দুঃস্বপ্নটা তত দ্রুত শেষ হয়ে যাবে।’  

এর আগে সামাজিক দূরত্বের জন্য ১৫ দিনের জন্য নির্দশনা আজ সোমবার শেষ হচ্ছে। কয়েকদিন আগে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কিছু অংশে নাগরিকদের কাজে ফেরাতে চাইছিলেন ট্রাম্প। নতুন পরিকল্পনার বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিস্তারিত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট।   

উল্লেখ্য, নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু ঘটেছে। আক্রান্ত হয়েছেন সাত হাজার ১৯৫ জন।

যুক্তরাষ্ট্রে ভাইরাসটি সংক্রমিত হওয়ার পর থেকে শহরটিতে প্রথমবারের মতো এই রেকর্ডসংখ্যক মৃত্যুর ঘটন ঘটেছে।

এমএস/