খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করছেন: রিজভী
প্রকাশিত : ০২:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০২:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করছেন আবারো অভিযোগ করেছে দলটি।
দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময়ে দায়ের করা মামলায় বিএনপি প্রধানকে বারবার আদালতে হাজির করা ষড়যন্ত্রেরই অংশ। তিনি বলেন, মিউনিখে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে তিনি আদালতকে প্রভাবিত করছেন। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।