ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

অভিবাসী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে, প্রিয়ঙ্কার সমালোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২২ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

করোনায় মানুষ দিশেহারা। লকডাউনে আটকে পড়া হাজার হাজার অভিবাসী শ্রমিকরা ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে আছে। তখন প্রকাশ্যে এল এক ভিডিও। ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলার ওই ভিডিওয় দেখা গিয়েছে একদল অভিবাসী শ্রমিকের উপরে রীতিমতো বৃষ্টির মতো করে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে!

ওই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। ভিডিওয় দেখা যাচ্ছে, প্রোটেকটিভ গিয়ার পরিহিত একদল লোক অভিবাসী শ্রমিকদের উপরে জীবাণুনাশক স্প্রে করে চলেছে। সেই দলে মহিলা ও শিশুরাও রয়েছে। রাস্তার উপরে বসে রয়েছেন তাঁরা। শনিবার বিশেষ বাসে করে এই অভিবাসীদের দিল্লি, হরিয়ানা ও নয়ডা থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসার ব্যবস্থা হয়।

এনডিটিভি জানায়- এই গোটা ঘটনার সময় পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। ভিডিও ক্লিপটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘নিজেদের চোখ বন্ধ করুন। শিশুদের চোখ বন্ধ করে দিন।’

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি বঢরা এই ভিডিওর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন টুইটারে। তিনি হিন্দিতে লেখেন, ‘আমি উত্তরপ্রদেশের সরকারের কাছে আর্জি জানাচ্ছি... আমরা সকলেই একসঙ্গে এই সঙ্কটের মোকাবিলা করছি। দয়া করে এমন অমানবিক কাজ করবেন না। এই শ্রমিকরা ইতিমধ্যেই অত্যন্ত ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছেন। ওঁদের উপরে এভাবে রাসায়নিক স্প্রে করবেন না। এটা ওঁদের রক্ষা করবে না। বরং ওঁদের স্বাস্থ্যেরই ক্ষতি হবে।’

উত্তরপ্রদেশের এক সরকারি কর্মী অবশ্য জানিয়েছেন, এতে তারা অমানবিকতার কিছু দেখছেন না। তিনি বলেন, ‘আমরা অমানবিক হতে চাই না। সকলকে স্যানিটাইজ করাটা অত্যন্ত জরুরি। এবং ওখানে ভিড় ছিল। সুতরাং যেটা ঠিক মনে হয়েছে, সেটাই আমরা করেছি।’

তিনি আরও দাবি করেন, ‘অভিবাসীদের ক্লোরিন ও জল মিশিয়ে স্প্রে করা হয়েছে। কোনও রাসায়নিক দ্রবণ নয়। পাশাপাশি তার দাবি, ‘আমরা ওঁদের চোখ বন্ধ করে নিতে বলেছিলাম।’

এসি