ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

ভৈরবের ভবানীপুরে যৌতুকের দায়ে গৃহবধুকে হত্যার অভিযোগ

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৯:৪৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

ভৈরবের ভবানীপুরে যৌতুকের দায়ে মাহমুদা বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে। নিহতের স্বজনেরা জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মাহমুদাকে নির্যাতন করতো স্বামী। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে গৃহবধু আত্মহত্যা করেছে বলে হাসপাতালে মৃতদেহ রেখে পালিয়ে যায় স্বামীসহ শশুরবাড়ির লোকজন। এদিকে পুলিশ জানিয়েছে, মাহমুদার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।