ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটির পরিবর্তে আদিবাসী শব্দ চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:১৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

সকল আদিবাসীদের নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণসহ পাঠ্য বইয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটির পরিবর্তে আদিবাসী শব্দ চালুর দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি পাহাড়ী ছাত্র পরিষদ। রাঙামাটি সরকারী কলেজের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীসহ কলেজের সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশে বক্তারা আদিবাসীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় পাঠ্য পুস্তক থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দটি বাতিল করে আদিবাসী শব্দ চালু ও পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবাায়নের দাবী জানান। এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ত্রিজিনাথ চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ নেতা রিন্টু চাকমা, দীপা চাকমাসহ স্থানীয়রা।