ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

কালোবাজারে চাল বিক্রির অভিযোগে জাপা নেতাসহ আটক ২ 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

সুনামগঞ্জের নিয়ামতপুর গ্রামে ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাপা নেতা মো. শওকত ও ডিলার বিপ্লব কুমার দাসকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের জগন্নাথপুর এলাকায় যান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

এসময় সরকারি ১০ টাকা কেজি  চালের বস্তা পরিবর্তন করে খোলা বাজারের বস্তায় ভরে চাল বিক্রি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে ৩০ বস্তা চালসহ তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
 
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সরকারের দেয়া ১০ টাকা কেজির  চাল কালোবাজারির সময় তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এআই/