ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

খাগড়াছড়িতে আরও ৮ শিশু হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম রথিচন্দ্র কার্বারিপাড়ায় হামসহ বিভিন্ন রোগাক্রান্ত ৩০ জন শিশু এবং দেড়শ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী। 

সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে আজ রথিচন্দ্রপাড়ার বটতলায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় রোগীদের দেখে বিনামূল্যে ঔষধ দিয়েছেন জোনের মেডিকেল অফিসার আহসান হাবিব নোমান। 

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ৩০জন শিশুর মধ্যে অধিকাংশই জ্বর, সর্দিতে আক্রান্ত। তবে ৮জনের হামের লক্ষণ পাওয়া গেছে। তাদের মধ্যে ২জনকে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই গ্রামের ২১ শিশু দু‘দিন ধরে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে দীঘিনালার ৯ মাইল নামক এলাকা থেকে হামের লক্ষণ নিয়ে ৬ শিশু খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

কেআই/এসি