ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

চিকিৎসক ও সাংবাদিকদের পিপিই দিলেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:০১ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে সাংবাদিক ও চিকিৎসকদের জন্য ২৪০টি পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পোশাক) দেয়া হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মাশরাফির বাড়িতে তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেনের হাতে পিপিই তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুস শাকুর ও আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মশিউর রহমান বাবু। এর মধ্যে চিকিৎসকদের জন্য ২০০ এবং সাংবাদিকদের জন্য ৪০টি পিপিই দেয়া হয়েছে। 

এ সময় মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনে আরো পিপিই সরবরাহ করবে মাশরাফি। ডাক্তার মশিউর রহমান বাবু বলেন, এজন্য আমরা এমপি (মাশরাফি) মহোদয়কে ধন্যবাদ জানাই। পিপিই পাওয়ায় ডাক্তার ও নার্সদের মনোবল বেড়েছে।

কেআই/এসি