ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

সন্দ্বীপে নুরুল মোস্তফা খোকনের উদ্যোগে ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:০২ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

করোনার প্রভাবে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। এতে দিনমজুর ও দুঃস্থ মানুষরা কর্মহীন হয়ে পরেছে। এসব অসহায় মানুষদের মাঝে নুরুল মোস্তফা খোকনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

নুরুল মোস্তফা খোকন প্রবাসে অবস্থান করায় সাবেক কমিশনার ও জিএস আবুল বাশারের নেতৃত্বে হরিশপুর ও পৌরসভার মোট ৫০০ পরিবারের মাঝে প্রতিজনকে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাউল, ৩ কেজি পিঁয়াজ, ১ লিটার তৈল ও ১টি করে সাবান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী নাছিরুল কবির মনির তালুকদার, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আব্দুর রহিম রাহি ও আকরাম খান মুকুল প্রমুখ।

এই ত্রাণ বিতরণ কার্যক্রম সন্দ্বীপে যারা ত্রাণ বিতরণ করছেন তাদের কাছে হতে পারে কিভাবে সামাজিক দুরত্ব রক্ষা করে ত্রাণ বিতরণ করতে হয় একটি উজ্জল দৃষ্টান্ত। সম্পূর্ণ বৃত্ত দূরত্ব লাইনে দাঁড়িয়ে খুবই সুশৃঙ্খলভাবে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। 

উল্লেখ্য, তিনি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিম খানাসহ অসুস্থ রোগী ও দুস্থদের ঘর নির্মাণে অকাতরে সাহায্য করে দানবীর হিসেবে আস্থা অর্জন করেছেন প্রবাসী নুরুল মোস্তফা খোকন।

ত্রাণ বিতরণ শেষে তার প্রতিনিধি সাবেক কমিশনার জিএস বশর বলেন, ৫০০ অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসি