ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

করোনা মোকাবিলায় ২৫ লাখ রুপি দিলেন লতা মঙ্গেশকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

করোনা ভাইরাসের কারণে ভারতবাসী ২১ দিনের লকডাউনে রয়েছে। এই সময়ে বিপাকে পড়েছেন দেশটির শ্রমজীবী মানুষ। তাদের সহায়তায় এবার এগিয়ে এলেন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর।

ভারতীয় গণমাধ্যম জানায়, এই সুর সম্রাজ্ঞী ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি অনুদান দেন। শুধু লতা নন, করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠিও।

জানা যাচ্ছে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লয়িজের তহবিলে ৫১ লক্ষের অনুদান দেন চেন্নাই এক্সপ্রেসের পরিচালক। বলিউড ইন্ডাস্ট্রিতে দৈনিক মজুরিতে যারা কাজ করেন তাদের সাহায্যের জন্যই ওই অর্থ অনুদান দিয়েছেন বলে জানান রোহিত।

উল্লেথ্য, বলিউডের জনপ্রিয় পরিচালকের পাশাপাশি অক্ষয় কুমার, সালমান খান, হৃতিক রোশন, কার্তিক আরিয়ান, সারা আলি খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, রাজকুমার রাও’সহ অনেকেই এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দেন প্রিয়াঙ্কা চোপড়া। কারিনা কাপুর ও সাইফ আলি খানও এগিয়ে আসেন ইউনিসেফসহ আরও ২টি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দিয়ে।
এসএ/