কুতুবদিয়ায় মালেক শাহ হুজুরের ১৭তম ওরশ সম্পন্ন
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:১৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
কক্সবাজারের কুতুবদিয়ায় মালেক শাহ হুজুরের ১৭তম ওরশ শেষ হয়েছে।
সাগর পারাপারে নানাবিধ সমস্যা নিরসনে লাখো ভক্ত অনুরক্ত ও আশেকগন কুতুব শরীফ দরবারের ওরশ ও ফাতিহা শরীফে যোগদান করেন। ৩দিন ব্যাপী বার্ষিক ওরশ ও ফাতিহা শরীফে দেশ বরেন্য আলেমে দ্বীন, সাংবাদিক, লেখক, গবেষক, বুদ্ধিজীবি, ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবীদগন উপস্থিত ছিলেন। দরবার শরীফের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবীর সমাপনী ভাষন ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য-সংহতি কামনা করে বিশেষ মুনাজাতে মাধ্যমে ৩দিন ব্যাপী ১৭ তম ওরশ ও ফাতিহা শরীফ সম্পন্ন হয়।