ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লায় সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসাসেবা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছে সেনা মেডিকেল টিমের সদস্যরা

রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছে সেনা মেডিকেল টিমের সদস্যরা

কুমিল্লার বিভিন্ন স্থানে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসা সেবা চালু করেছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠ, ইপিজেড ও কালিয়াজুড়িতে ৫ শত রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সেনাবাহিনীর ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স টিমের আয়োজনে এ ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করে সেনা সদস্যরা। সেখানে দুস্থ অসহায়সহ সর্বসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সরবারহ করছেন সেনা সদস্যরা।

কুমিল্লা জেলাসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলায় ৮টি ভ্রাম্যমান মেডিকেল টিম পরিচালনার মধ্যদিয়ে স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌছেঁ দিতে কাজ করছে সেনাবাহিনী।

এএস/এনএস